COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: বাজার দখলে এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী! কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয় না, অথচ বিশ্ব প্রেম দিবসে এরাই যেন একে অপরের দোসর। গলায় গলায় ভাব। যেন একে অপরের হরিহর আত্মা! রিলায়েন্সের ভ্যালেন্টাইন টুইটে ইঙ্গিত সেরকমই। ভারতরে সর্ব বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল সহ চিরপ্রতিদ্বন্দ্বী ভোডাফোন এবং তুলনায় নবাগত আইডিয়াকে ভ্যালেন্টাইন ডে'র উইশে বাজার মাতিয়ে দিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। টেলিকম দুনিয়ার বিশেষজ্ঞরা মনে করছেন এটাও আসলে একটা জনসংযোগের কৌশল। বাংলার প্রাচীন প্রবাদ, 'মেরেছ কলসীর কানা, তাই বলে কি প্রেম দেব না', রিলায়েন্স জিও যেন এমন হাস্যরসেই প্রতিদ্বন্দ্বীদের কাছে আরও কঠিন প্রতিযোগিতার বার্তা দিয়ে রাখল। (প্রেমের দিবসে প্রেম ভাঙল দুই পুরুষের, উঠতি মডেলের প্রতারণার শিকার এক মেকআপ আর্টিস্ট!)