ওয়েব ডেস্ক: আপনি কি কখনও লক্ষ করেছেন, আপনার হার্ড ড্রাইভে অথবা মেমোরিতে, কেনার সময় সাইজ যতটুকু দেখেছিলেন, প্রকৃতপক্ষে সাইজ তারচেয়ে কম ?
যেমন ৪জিবির মেমোরিতে থাকে ৩.৭ জিবি বা  ১ টেরাতে ৯৭৬ জিবি থাকে ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাহলে কি বিক্রেতারা আমাদের ঠকাচ্ছে? নাকি আমাদের ডিভাইসে সমস্যা ? আসলে সমস্যা উপরের কোনটাই না । মূল সমস্যা গণনা পদ্ধতি !
আমরা সাধারণত দশমিক পদ্ধতিতে হিসেব করি। এতে একক, দশক, শতক হয় দশ ভিত্তিক যেমন ১০.১০০.১০০ । এই হিসাবে ১ জিবি সমান হয় ১০০০ এমবি ।
কিন্তু কম্পিউটার বা ইলেক্ট্রিক ডিভাইস হিসেব হয় বাইনারিতে । এখানে একক, দশক, এগুলো হয় (2^10) ভিত্তিক । যেমন ১ জিবি = ১০২৪ এমবি , ১ এমবি = ১০২৪ কিলোবাইটস।
আপনার প্রশ্ন হতে পারে, এতে তো মাত্র ২৪ বেশি কিন্তু মেমোরিতে তো প্রায় ৩০০ এমবি কম থাকে !


তাই হিসেব দেখে নিন


এস আই একক অনুসারে ,
দশমিকে ১ কিলোবাইট বা KB = ১০০০ বাইট।
১ এমবি বা MB =১০০০ KB
১জিবি বা GB = ১০০০ MB
কিন্তু
বাইনারিতে ১ কিলোবাইট বা KiB = ১০২৪ বাইট
১এমবি বা Mib = ১০২৪ Kib
১জিবিবা Gib = ১০২৪ Mib


অর্থাৎ কিলোবাইটের জন্য দশমিকও বাইনারিতে পার্থক্য ২.৩% , মেগাবাইটের জন্য ৪.৬% এবং গিগার জন্য এই পার্থক্য প্রায় ৬.৮%। সুতরাং বুঝতেই পারছেন এই লুকোনো ডেটা কোথায় যায়। কোম্পানি বানায় ঠিকই চার জিবি বা ৪০০০ এমবি কিন্তু বাইনারির মারপ্যাচে সেটা হয়ে যায় ৩৭০০ এমবি বা ৩.৭ জিবি ।
এই কোম্পানিরা মেমোরি বানায় বা বিজ্ঞাপন দেয় দশমিকে আর আমাদের বাইনারিতে এসে সেটা হয়ে যায় ছোট । যদিও বিক্রেতারা প্যাকেটের গায়ে খুব ছোট করে লিখে দেয় এমনটা। কিন্তু তা আর দেখে কজন।আর মোবাইলের ইন্টার্নাল হার্ডওয়্যার ও সফটওয়্যারের জন্য মেমোরি প্রকৃত সাইজ থেকে কম বেশি হেরফের হতে পারে তবে তা খুব অল্প।