নিজস্ব প্রতিবেদন: আজ, ২৫ জুন চিনের বাজারে লঞ্চ করছে চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi-র Mi Pad 4। ২০১৭-এ Xiaomi তাদের Mi Pad 3 ট্যাবলেটটি বাজারে এনেছিল। তবে সেটি খুব বেশি ক্রেতা টানতে পারেনি। তবে Mi Pad 4-এ আগেরটির তুলনায় অনেক বেশি সাড়া মিলবে বলে মত সংস্থার। স্মার্টফোনের বাজারে Xiaomi-র বেশ নাম থাকলেও ট্যাবলেট খুব বেশি তৈরি করে না এই চিনা সংস্থা। এক নজরে দেখে নেওয়া যাক কী কী আকর্ষণীয় ফিচার মিলছে Xiaomi-র Mi Pad 4-এ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আপনার মৃত্যু কবে হবে, জানিয়ে দেবে Google!


Xiaomi-র Mi Pad 4-এ রয়েছে ৭.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এটির অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।


Mi Pad 4-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম সঙ্গে Xiaomi-র নিজস্ব এমআইইউআই ১০ (MIUI 10)।


Mi Pad 4-এ রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি। তবে ডিভাইসটির RAM এবং ইন্টারনাল স্টোরেজ কত, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।


Mi Pad 4-এ থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। জানা গিয়েছে, ভারতে এই ট্যাবটির দাম হতে পারে ১৪ হাজার ৫৯৫ টাকা।