ওয়েব ডেস্ক: এখনও কি সসেই পুরনো হোয়াটস অ্যাপ ব্যবহার করে চলেছেন? হোয়াটস অ্যাপ ব্যবহার করার সময় নিশ্চয়ই হোয়াটস অ্যাপ গোল্ডে আপগ্রেড করার মেসেজ দেখিয়েছে? এখনই নিডের পুরনো হোয়াটস অ্যাপের পরিবর্তে হোয়াটস অ্যাপ গোল্ডে আপগ্রেড করে নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি হোয়াটস অ্যাপ ব্যবহার করার সময় একটি মেসেজ দেখাচ্ছে নিশ্চয়ই? মেসেজে লেখা রয়েছে,


“Hey Finally Secret Whatsapp golden version has been leaked, This version is used only by big celebrities.”Now we can use it too ,WhatsApp Gold Contains many advanced features like WhatsApp Video calling , Delete the messages you sent by mistake , Send more than 100 pics at once ,Free calling ,Change WhatsApp themes and tons of great features. This WhatsApp gold can be activated only Via Invites and I am inviting you. Once you activate this WhatsApp gold , your green icon will change to gold and you can enjoy all features 100% safely. Activate WhatsApp Gold with one click at https://www.goldenversion.com/


সতর্কবাণী- হোয়াটস অ্যাপ গোল্ড আপগ্রেডের ভাইরাল হওয়া এই মেসেজটি ভুয়ো। হোয়াটস অ্যাপ কোনও গোল্ড ভার্সনে আপগ্রেড করছে না। যখন ওই লিঙ্কে ক্লিক করা হচ্ছে, তখন ERROR দেখাচ্ছে। এটা হ্যাকারদের কোনও ছক হতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য জেনে নেওয়ার।