নিজস্ব প্রতিবেদন: ভারতে ২৪ জুলাই লঞ্চ করতে চলেছে Huawei-এর স্মার্টফোন Honor 9i। যদিও সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, ভারতে Honor 9X নামে লঞ্চ হবে সংস্থার Honor 9i ফোনটি। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, নতুন এই মডেলে মেটাল ফ্রেমের সঙ্গেই মিলবে মিরর ফিনিশ লুক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, Honor 9X-এ থাকবে ৫.৮৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ৮.০ Oreo অপারেটিং সিস্টেম সঙ্গে অক্টা-কোর HiSilicon Kirin ৬৫৯ চিপসেট।


এই ফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ক্যামেরা। এরই সঙ্গে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Honor 9X-এ থাকবে ৩০০০ mAh ব্যাটারি।


৬৪ জিবি ও ১২৮ জিবি--এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Honor 9X। জানা গিয়েছে, ভারতে এই ফোনের দাম হতে পারে ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা।