ওয়েব ডেস্ক : বাতাস থেকে নিজে নিজেই তৈরি হচ্ছে জল। তৈরি করছে একটা বোতল। কীভাবে? দেখুন এই ভিডিওতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাস্তায় বেরিয়ে জল তেষ্টা পাওয়া এক অবধারিত ব্যাপার। সঙ্গে করে জল নিয়ে না বেরোলেই মুশকিল। কোথায় জল পাওয়া যায়, শুরু হয় গরু খোঁজা। লোকালয়ের মধ্যে হলে দোকান যদিবা মেলে, কিন্তু বাইরে ঘুরতে বেড়িয়ে প্রাণ তেষ্টায় ওষ্ঠাগত। নিঃসন্দেহে সেখানে কাজে আসবে এই বোতল। যখনই জল তেষ্টা পাবে, তখন বাতাসের মধ্যে শুধু বোতলটি রেখে দিলেই হল। বাতাস থেকে নিজে নিজেই জল তৈরি করে নেবে বোতলটি।


বোতলটি তৈরি করেছে ফনটাস। বোতলে থাকবে ২টি অংশ, এয়ারো ও রাইডার। এয়ারো হল সৌরশক্তি চালিত ব্যাটারি। যা বোতলের সঙ্গে যুক্ত থাকে। এই ব্যাটারিই বোতলটিকে শক্তি যোগাবে বাতাস থেকে আর্দ্রতা শুষে নিয়ে জল তৈরিতে। আর রাইডার হল বিশেষ ধরনের হোলস্টার। যা বোতলে বাতাস পুরবে।