ওয়েব ডেস্ক : গ্রাহকদের আরও ২০ শতাংশ অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও। LYF সিরিজের মোট ১০টি স্মার্টফোনে এই সুযোগ পাওয়া যাবে। এর জন্য আপনাকে LYF Water F1S, LYF Water F1, LYF Water 1, LYF Water 2, LYF Water 7, LYF Water 7s, LYF Water 8, LYF Water 9, LYF Water 10, LYF Water 11-এর মধ্যে যেকোনও একটি ফোন কিনতে হবে। কেনার পর, আপনাকে ৩০৯ অথবা ৫০৯ দিয়ে রিচার্জ করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবে অতিরিক্ত ৬GB বা ১২GB ডেটা। রিচার্জ করার ৪৮ ঘণ্টার মধ্যে যোগ হবে এই অতিরিক্ত ডেটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন, কীভাবে এই অতিরিক্ত ডেটা অ্যাক্টিভেট করবেন?


- আপনার কেনা LYF ফোনে জিও সিমটি রেজিস্ট্রার করুন
- MyJio অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন
- অ্যাপটি ইনস্টল করার পর My Vouchers থেকে নির্দিষ্ট ভাউচারটি সিলেক্ট করুন
- এবার প্রথমে নিজের ফোন নাম্বারটি দিন, তারপর রিচার্জ কনফার্ম করুন
- আপনার কাছে 'সাকসেসফুল রিচার্জ' নোটিফিকেশন আসবে
- My Plan সেকশনে আপনার এই অতিরিক্ত ডেটা ভাউচারটি দেখা যাবে
(মাই জিও অ্যাপ> মাই ভাউচার্স > ভিউ ভাউচার> রিচার্জ মাই নাম্বার> কনফার্ম রিচার্জ> সাকসেসফুল রিচার্জ নোটিফিকেশন)


সংস্থার তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত সর্বাধিক ৬ বার রিচার্জে এই অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।


আরও পড়ুন, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হল আধার