ওয়েব ডেস্ক : ব্যাঙ্ক সহ প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করেছে সরকার। ১ জুনের নির্দেশিকায় বলা হয়েছে, গ্রাহকদের প্রত্যেকের প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। যে যে অ্যাকাউন্ট এখনও আধারের সঙ্গে লিঙ্ক নেই, ২০১৭-র ৩১ ডিসেম্বরের মধ্যে সেগুলিকে লিঙ্ক করতে হবে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্কই এখন গ্রাহকদের অ্যাকাউন্টগুলি আধারের সঙ্গে লিঙ্ক করছে। আধার ছাড়া পরবর্তীতে কোনও লেনদেনই হয়তো আর সম্ভবপর হবে না। এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা, তা আপনি নিজেই চেক করে দেখতে পারবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) আধারের ওয়েবসাইট  www.uidai.gov.in খুলুন।
২) 'চেক আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস' ক্লিক করুন।
৩) আধার নাম্বার ও সিকিউরিটি কোড দিন।



৪) আধারে রেজিস্টার করা মোবাইল নাম্বারে OTP আসবে।
৫) OTP দিয়ে, লগ ইন করুন।



৬) লগ ইন করার পরই ওয়েবসাইটে একটি মেসেজ ভেসে উঠবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা আছে কি নেই।



আপনি মোবাইলেও চেক করতে পারেন-
১) ডায়াল করুন *৯৯*৯৯*১#
২) এবার ১২ ডিজিটের আধার নাম্বার দিন।
৩) নিশ্চিত করুন আপনার আধার নাম্বারটি সঠিক।
৪) আপনি নিশ্চিত করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক মেসেজ ভেসে উঠবে।


মনে রাখুন,
* তবে এক্ষেত্রে শেষ যে অ্যাকাউন্টটি লিঙ্ক হয়েছে, সেটি সম্পর্কে তথ্য পাবেন।
* যদি আপনার অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়েই চেক করতে হবে।
* আপনার মোবাইল নাম্বারটি যদি আধারের সঙ্গে লিঙ্ক থাকে, তবেই একমাত্র আপনি এভাবে জানতে পারবেন।


আরও পড়ুন, সু্প্রিম রায়ে বন্ধ হচ্ছে না আধার-প্যান সংযুক্তিকরণ