ওয়েব ডেস্ক: মোবাইল সংযোগ হোক বা ব্যাঙ্ক, আধার এখন প্রতিটি জায়গায় সমান ভাবে প্রয়োজনীয়। এবার অনলাইন বা মেসেজের মাধ্যমে কী ভাবে আধার লিঙ্কিং করবেন, তার সহজ উপায় বাতলে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। টুইটারে একটি পোস্টের মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতিটি জানিয়েছে এসবিআই। যদি আপনার আধার লিঙ্ক না করা হয়ে থাকে, তা হলে বাড়িতে বসেই করতে পারেন লিঙ্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে রইল আপনার জন্য   


·         প্রথমে এসবিআই-এর ওয়েবসাইটে যেতে হবে। www.onlinesebi.com-এ যান।


·         সেখানে ‘মাই অ্যাকাউন্ট’-এ গিয়ে ‘লিঙ্ক ইওর আধার নম্বর’-এ গিয়ে ক্লিক করুন।


·         সেখানে অ্যাকাউন্ট নম্বরের আবেদন ফিল আপ করতে হবে ও আধার নম্বর টাইপ করতে হবে।


·         ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নম্বরটি যুক্ত আছে, সেই নম্বরে আধার লিঙ্কের পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য মেসেজ আকারে পেয়ে যাবেন। 


এ ছাড়া, মেসেজের মাধ্যমেও এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিং করা যাবে। পদ্ধতি হল..


·         আপনার মোবাইল নম্বর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করা থাকে, তা হলে ৫৬৭৬৭৬-এই নম্বরে মেসেজ পাঠাতে হবে  UID<স্পেস>আধার নম্বর<অ্যাকাউন্ট নম্বর>। 


·         এর পরে আধার নম্বর যাচাই করে দেখবে ব্যাঙ্ক।


যদি এই পদ্ধতিতে আধার লিঙ্কিং না হয়, তা হলে আপনাকে এসএমএস-এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। সুতরাং আধার লিঙ্ক করানোর জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না।