ওয়েব ডেস্ক:
ফ্যানটা একটা এসি হতে পারত,
ইলেকট্রিক বিল আসত কম
ঠাণ্ডা হাওয়া আসত বেশি।।
ফ্যানটা গরম কালে ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল
এসি না হয়েও বড্ড বেশি এয়ার কন্ডিশনার হতে পারত
কোনও কন্ডিশন ছাড়াই।।
 
কবিতা লিখতে বসলে তো উনুনকেও বানিয়ে ফেলা যায় কোল্ড স্টোরেজ। কিন্তু বাস্তবে কি সম্ভব? বিজ্ঞানের নাট বল্টুতে নাড়া দিলেই উত্তরটা একেবারে ঝুলি থেকে বেড়িয়ে পড়ছে। হ্যাঁ, ফ্যানটাই হয়ে যাবে এসি, শুধু কিছু বৈজ্ঞানিক ক্যারিশ্মাতে। কীভবে? দেখুন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিজ্ঞাপনটা মনে আছে? রাজেশ খান্নার মুখে ওই ঐতিহাসিক সংলাপটা, "ফ্যান, ইসে কেহেতে হে"? ফ্যানটা এসি বানিয়ে নিতে পারলে, আপনাকে হতে হবে না সুপারস্টার, অবলীলায় আপনিও বলে উঠতে পারবেন, "ফ্যান ফ্যান ইসে কেহেতে হে"।