নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Band 4। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট থেকে ফিটনেস ও  নোটিফিকেশনের তথ্য দেবে এই ব্যান্ড। Huawei Band 4। ১ ফেব্রুয়ারি থেকে Flipkart-এতে পাওয়া যাচ্ছে এই ব্যান্ড। শুধুমাত্র গ্রাফাইট রঙে পাওয়া যাবে Huawei Band 4।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ০.৯৬ ইঞ্চি টিএফটি ডিসপ্লে থাকছে এই ফিটনেস ব্যান্ডে। ডিসপ্লের উপরে থাকছে ২.৫ ডি কার্ভড ডিসপ্লে।


২) ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকছে একটি Apollo ৩ চিপসেট। থাকছে তিন অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড সেন্সর আর অপটিকাল হার্ট রেট সেন্সর।


৪) বিভিন্ন ধরণের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে নতুন Huawei Band 4। বিভিন্ন ইনডোর ও আউটডোর ফিটনেস ট্র্যাক করা যাবে এর মাধ্যমে।


৫) এছাড়া এই ব্যান্ডের বাড়তি পাওনা ফোন কল। ব্যান্ড থেকেই মেসেজ ও ফোন কল করা যাবে। এই জন্য স্মার্টফোনের সঙ্গে Huawei Band 4 কানেক্ট থাকতে হবে।


৬) এ ছাড়াও থাকছে ফাইন্ড মাই ফোন আর রিমোট শাটার ফিচার। নতুন এই ফিটনেস ব্যান্ড ছয় ধরনের ঘুমের রোগ ধরতে পারবে।


৭) এর সঙ্গেই মিলছে একটি ইউএসবি প্লাগ। সরাসরি যে কোনA USB পোর্টে কানেক্ট করে সহজে চার্জ করে নেওয়া যাবে Huawei Band 4। আলাদা চার্জার বা কেবেল সঙ্গে নিয়ে ঘুরতে হবে না।


আরও পড়ুন: Redmi Note 8 Pro স্মার্টফোনের ক্যামেরায় কেমন ছবি ওঠে; জেনে নিন পরীক্ষার ফল


৮) ৯১ mAh-এর ব্যাটারি থাকছে এতে। এক চার্জে ৯ দিন চলবে এই ফিটনেস ব্যান্ড এমনটাই জানাচ্ছে সংস্থা।


৯) এই ফিটনেস ব্যান্ডটির দাম পরবে ১,৯৯৯ টাকা। ভারতে অনলাইনে পাওয়া যাবে এই  ব্যান্ড তবে কবে থেকে বাজারে পাওয়া যাবে সে বিষয় এখনও কিছু জানায়নি চিনের কোম্পানিটি।