নিজস্ব প্রতিবেদন: স্মার্ট টিভির ট্রেন্ড ভারতের বাজারে ধীরে ধীরে বাড়ছে। টিভির ভবিষ্যত এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে ব্রাউজিং ও স্ট্রিমিংয়ের মাধ্যম হিসাবে এগিয়ে আসছে স্মার্ট টিভি। আর এবার টিভিতেই ক্যামেরা যোগ করার মাধ্যমে কম্পিউটার ও স্মার্টফোনের মধ্যে ব্যবধান মুছে ফেলতে চাইছে Huawei। সংস্থার নতুন Huawei Smart Screen X65-এ থাকছে ইন্টিগ্রেটেড ক্যামেরা। আর তা ব্যবহার করে আপনার ড্রয়িং রুম থেকেই করা যাবে ভিডিয়ো কল। এক নজরে দেখে নিন Huawei Smart Screen X65-এর স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Huawei Smart Screen X65-এর স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম:


১) Huawei Smart Screen X65-এ রয়েছে OLED স্ক্রিন। থাকছে HDR10 ফরম্যাট সাপোর্ট।


২) টিভির সাউন্ড সিস্টেমে বিশেষ জোর দিয়েছে সংস্থা। Huawei Smart Screen X65-এ থাকছে ১৪ স্পিকারের সাউন্ড স্পিকার। থাকছে ৬টি ফুল রেঞ্জ উফার।


৩) স্মার্ট টিভির জন্য ব্যবহৃত হয়েছে HarmonyOS অপারেটিং সিস্টেম।


৪) থাকছে ২৪ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। স্মার্টফোনের পপ আপ ক্যামেরার মতোই এটি স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে।


৫) চিনে প্রকাশ্যে এলেও ভারতে কবে আসবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে চলতি বছরের শেষে এই টিভি বিশ্বের বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। চিনে এর দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ ইয়ান (ভারতীয় মুদ্রায় ২,৭০,০০০ টাকা)।


হ্যাঁ, এখনও হয় তো এই প্রযুক্তি সাধারণের নাগালের বাইরে। তবে ভবিষ্যতে এই ধরণের ক্যামেরা-সহ স্মার্ট টিভি জনপ্রিয়তা পেলে তবে তা সাধারণের নাগালের মধ্যের দামে বাজারে আসবে তা বলা যায়।