COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: কম্পিউটার ছাড়া এখন আমাদের একটা মুহূর্তও চলে না। তার কারণ, আমরা বেশিরভাগ কাজই করি কম্পিউটরের মাধ্যমে। সারাদিন ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থাকা। প্রানহীন একটা যন্ত্র এখন আমাদের সারাক্ষণের সঙ্গী। কে বলেছে কম্পিউটারের প্রান নেই বা সে কিছু অনুভব করতে পারে না? কম্পিউটার অনুভব করতে পারে এমন প্রমানই পাওয়া গিয়েছে।


যার সামনে সারাক্ষণ বসে থাকতে হয়, সে যদি আপনাকে একটুও না বুঝল, তাহলে কি ভালোলাগে? তাই এবার আমাদের মনের কথা বুঝবে কম্পিউটারও। একটানা কাজ করতে করতে কিংবা কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে যদি আপনি বোর ফিল করেন, তাহতে সঙ্গে সঙ্গে সেটা কম্পিউটার আপনাকে বলে দেবে।


এটাকে কোনও আজগুবি গল্প বলে ভাববেন না। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আপনি হয়তো একটানা কম্পিউটারের সামনে বসে বসে বোর হয়ে গিয়েছেন, তখনই কম্পিউটার আপনাকে সেটা জানিয়ে দেবে। শুধু তাই নয়, আপনার একঘেয়েমি কাটানোর জন্য আপনাকে গল্পও বলবে। তথ্য বলছে, কম্পিউটারে এম্প্যাথেটিক রোবট থাকে। সেই রোবটে অনলাইন লার্নিং প্রোগ্রাম থাকে। সেই প্রোগ্রামের মাধ্যমেই আপনার অনুভুতি জেনে নেবে কম্পিউটার।