নিজস্ব প্রতিবেদন: উইরোপ, আমেরিকা আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আর সেই জনপ্রিয়তা আর চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটার বা গাড়ি তৈরির পথে এগিয়েছে একাধিক সংস্থা। লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ (সিইএস ২০১৯)-এ মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা Harley-Davidson-এর ইলেকট্রিক বাইক ‘LiveWire’-এর মডেলের আত্মপ্রকাশ ঘটেছে। একই মঞ্চে নিজেদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল জার্মান সংস্থা Novus। এক নজরে দেখে নেওয়া যাক Novus-এর নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের খুঁটিনাটি...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Novus-এর নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের স্পেসিফিকেশন:


• Novus-এর এই ইলেকট্রিক মোটরসাইকেলের ওজন মাত্র ৩৮.৫ কিলোগ্রাম। অর্থাত্, সাইকেলের ওজনে মোটরসাইকেল।


• এই মোটরসাইকেলে রয়েছে ১৪.৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন (Lithium ion) ব্যাটারি। Novus-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক বার চার্জ দিলে ৯৬ কিলোমিটার রাস্তা ছুটবে এই মোটরসাইকেল।


আরও পড়ুন: ৬৫ ইঞ্চির টিভি, কাগজের মতো গোল হয়ে মুড়ে ঢুকে যাবে পাতলা সাউন্ড বক্সে!


• ১৪.৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে মোটরসাইকেলের ইঞ্জিনে ২০০ Nm টর্ক আর ৮.২ bhp শক্তি পাওয়া যাবে।


• Novus-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সর্বোচ্চ ৯৬.৫ কিমি প্রতি ঘন্টার গতিতে ছুটবে তাদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেলটি।



• Novus-এর নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির সাসপেনশান। এ ছাড়াও থাকছে ডুয়াল হাইড্রোলিক ফ্লোটিং ক্যালিপার ডিস্ক ব্রেক (dual hydraulic floating caliper disc brakes)।


• Novus-এর নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলে থাকছে একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের ডিসপ্লেতে মোটরসাইকেলের গতি, ব্যাটারি লাইফ-সহ একাধিক বিষয় ফুটে উঠবে।


• Novus-এর নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলের দাম ৩৯,৫০০ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২৮ লক্ষ টাকা)।