নিজস্ব প্রতিবেদন- Microsoft-র এর ভুল সংশোধন করে দিয়ে ২২ লাখ টাকা পেলেন অদিতি সিং। সংস্থার বিরাট বাগ চিনিয়ে দিয়েছেন তিনি। তবে এটি প্রথমবার নয় এই নিয়ে দ্বিতীয় বার এমনই বিরাট ভুল ধরিয়ে দিয়ে লাখপতি হলেন অদিতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাস দুয়েক আগে ফেসবুকের বাগ ধরিয়ে দিয়ে বলা যায় ভুল চিনিয়ে দিয়ে এমনই মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিলেন অদিতি। 


এবার microsoft- Azure cloud system-র বেশকিছু ভুল চিনিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে ৩০ হাজার ডলার অর্থাৎ ২২ লাখ টাকা পুরস্কার পেলেন ভারতের অদিতি সিং। 


অদিতি সিং একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এই হবিকে পেশায় পরিণত করেছেন তিনি। তিনি জীবনে প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপরই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ পন্ডিত হয়ে ওঠেন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে তিনি ৪০ টি কোম্পানির বাগ খুঁজে তাদের জানিয়েছিলেন। ৪০ টি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, মাইক্রোসফ্ট, মজিলা, পেটিএম সহ আরও অনেকে।