নিজস্ব প্রতিবেদন: iPhone কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক, তা নিয়ে যে সবার মধ্যেই আগ্রহ থাকে, তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। এ বার তাঁদের কথা মাথায় রেখেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই আইফোনের নতুন মডেল iPhone SE (2020) লঞ্চ করল Apple।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমতে থাকা iPhone সেল চাঙ্গা করতে গত বছরের মাঝামাঝিই বাজেট ফোনের জগতে প্রবেশের আভাস দিয়েছিল Apple। তখনই জানা গিয়েছিল যে কম দামে নতুন অবতারে ফেরত আসতে পারে এক সময়ের জনপ্রিয় মডেল iPhone SE। সেই পরিকল্পনা মতোই বৃহস্পতিবার প্রকাশ্যে এল iPhone SE -এর ২০২০ সালের নতুন ভার্সান। মার্কিন মুলুকে দাম শুরু ৩৯৯ ডলার থেকে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৬০০ টাকা। যদিও আমাদের দেশে সেই দাম একটু হলেও বাড়বে। তবে এখনও পর্যন্ত আইফোনের মডেলগুলির তুলনায় এর দাম নিতান্তই কম।


দাম কম হওয়ার বোধ হয় কারণও আছে। iPhone SE 2020-এর ডিসপ্লে মাত্র ৪.৭ ইঞ্চি। এখনকার ৬ ইঞ্চির ডিসপ্লের যুগে এই সাইজ বেশ পুরনো বলাই যায়। এক নজরে দেখে নিন iPhone SE-এর খুঁটিনাটি...


iPhone SE-এর স্পেসিফিকেশন আর দাম:


১) iPhone SE (2020)-তে থাকছে HD IPS LCD ডিসপ্লে।


২) থাকছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সংখ্যায় কম হলেও iPhone হওয়ায় ছবির কোয়ালিটির বিষয়ে অন্তত নিশ্চিন্ত থাকাই যায়। থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে ৬০ fps 4K ভিডিয়ো রেকর্ডিং।


৩) থাকছে A13 বায়োনিক চিপ। iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max-এ একই চিপ ব্যবহার করা হয়েছিল।


৪) ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি- তিনটি ভার্সানে মিলবে iPhone SE (2020)।


আরও পড়ুন: অবিশ্বাস্য দামে লঞ্চ হল Redmi-র ওয়্যারলেস ইয়ারফোন Airdot S!


৫) Apple-এর ধারাবাহিকতা বজায় রেখে iPhone SE (2020)-এও বিল্ড কোয়ালিটি নিয়ে কোনও আপোষ করা হয়নি। এয়োরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে এই ফোনের বডি তৈরি হয়েছে। সংস্থার দাবি ১ মিটার জলের তলায় ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে iPhone SE (2020)।


৬) কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে iPhone SE (2020)।