নিজস্ব প্রতিবেদন: আপনি কি জিও উপভোক্তা? তাহলে জেনে রাখুন, এবার থেকে আপনি আর পর্নসাইট দেখতে পারবেন না। কারণ, সব পর্নসাইট-ই ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কী করে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে কী না?


 রিলায়েন্স জিও সরকারিভাবে কিছু না জানালেও, সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই এক্স ভিডিয়ো, পর্নহাবের মতো সাইটগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। যার ফলে জিও ব্যাবহারকারি উপভোক্তারা এই পর্নসাইটগুলো দেখতে পাচ্ছেন না।


আরও পড়ুন- আপনি ‘নকল’ অ্যাপে ফোন ব্যাঙ্কিং করছেন না তো? সর্বনাশ!


উল্লেখ্য, এবছরের শুরুতেই  উত্তরাখণ্ড হাইকোর্ট  পর্নসাইটের বাড়বাড়ন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল।  মুঠো ফোনের ব্যাবহার যত বাড়ছে ততই রমরমা বাড়ছে পর্নসাইটগুলোর। হাইকোর্ট তার পর্যবেক্ষণে পর্নসাইটের এই বাড়বাড়ন্ত রুখতে ৮৫৭টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশও দেয়। যদিও সেই নির্দেশ এখনও কার্যকর করা সম্ভব হয়নি। তবে জিও আদালতের সেই নির্দেশকে সামনে রেখে স্বতঃপ্রণোদিত ভাবেই এক্স ভিডিয়ো, পর্নহাবের মতো সাইটগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।