ওয়েব ডেস্ক : বাজারে আসার পর থেকেই 'ডেটা ঝড়' তুলেছে জিও। একের পর এক লোভনীয় অফার। জিওর 'ডেটা বিপ্লব'-এ তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে গ্রাহকসংখ্যা। এবার সেই গ্রাহকসংখ্যাতে রেকর্ড করল জিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬-র ৫ সেপ্টেম্বর বাজারে জিওর আত্মপ্রকাশ। এক বছরের মধ্যে বিশ্বে ১৩ কোটি ছাড়িয়েছে জিওর গ্রাহকসংখ্যা। সংস্থার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে একথা জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি।


চিঠিতে আম্বানি লিখেছেন, "গত এক বছর ধরে আমরা ভারতে এবং বিশ্বে বিভিন্ন রেকর্ড ভেঙেছি। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি খুশি তা হল, আমরা একটা ভুল ধারণাকে ভাঙতে সমর্থ হয়েছি। ভারত উন্নত প্রযুক্তিকে গ্রহণ করতে প্রস্তুত নয়, আমরা এটা ভুল প্রমাণিত করেছি।"


আরও পড়ুন, ভারতে এল ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত Lenevo K8 Plus