নিজস্ব প্রতিবেদন: বর্ষবরণের আগেই দুর্দান্ত অফার নিলে এল জিও। অবশ্যই তা নতুন বছরের আগমন উপলক্ষ্যেই। শুক্রবার রাত থেকেই গ্রাহকদের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৮’ অফার নিয়ে এল রিলায়েন্স জিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বড়দিনে বড় ধামাকা জিও'র! রিচার্জ করলেই তিন গুণ ক্যাশব্যাক


জিও প্রাইম সদস্যরা ২৮ দিনের জন্য ১৯৯ টাকার রিচার্জে ফ্রি ভয়েজ কল ছাড়াও পাবেন আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে প্রতিদিন ১.২ জিবি হাই স্পিড ফোর জি ডেটা পাবেন গ্রাহকরা। এর সঙ্গে থাকবে আনলিমিটেড এসএমএস।


এছাড়াও রয়েছে ২৯৯টাকার প্ল্যান। তাতে ফ্রি ভয়েজ ছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ফোর জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড এসএমএস করার সুযোগও। এই অফারের বৈধতা ২৮ দিন।