নিজস্ব প্রতিবেদন: সস্তায় ডেটা প্যাক দিয়ে ইতিমধ্যে গোটা দেশের মন জিতে নিয়েছে রিলায়েন্স জিও। ফের একবার গ্রাহকদের বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। 'হলিডে হাঙ্গামা' নামে এই অফারে ৩৯৯ টাকার প্যাকটি গ্রাহকরা পাবেন মাত্র ২৯৯ টাকায়। অর্থাত্ সরাসরি ১০০ টাকা ছাড় পাচ্ছেন গ্রাহকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ফোন পে' অ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ছাড় দিচ্ছে জিও। এতে ৫০ টাকার ক্যাশব্যাক ভাউচার জমা পড়বে জিও অ্যাপে। বাকি ৫০ টাকা ক্যাশব্যাক মিলবে ফোন পে দিয়ে পয়সা মেটালে। মাত্র ১৫ দিনের জন্য এই অফার পাবেন গ্রাহকরা। ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ছাড়ে রিচার্জ করাতে পারবেন গ্রাহকরা। 


কে ভাইরাল ভিডিওর এই কুশীলব? ফাঁস হল রহস্য


এই অফারে মিলবে ৩৯৯ টাকার যাবতীয় সুবিধা। প্রতিদিন ১.৫ জিবি ডেটা তো মিলবেই, সঙ্গে মিলবে বিনামূল্যে যথেচ্ছ কথা বলার সুবিধা ও দিনে ১০০টা করে এসএমএস। ৮৪ দিনের জন্য বৈধ এই অফারে মোট ১২৬ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। নতুন অফারের ফলে মাসে ১০০ টাকারও কমে ডেটা ও কলের যাবতীয় প্রয়োজন মিটিয়ে ফেলতে পারবেন গ্রাহকরা।