ওয়েব ডেস্ক: আজ ২১ জুলাই। আজ রিলায়েন্স জিও-র ৪০তম অ্যানুয়াল জেনারেল মিটিং। সবার চোখ এখন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির বক্তৃতার উপর। তিনি নতুন কী কী ঘোষণা করেন, তাই জানার জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আশা করা হচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ বৈঠকে ৫০০ টাকার ৪জি ফিচার ফোন সম্পর্কে নতুন কিছু ঘোষণা করতে পারেন মুকেশ আম্বানি। ৫০০টাকার ফোর জি এলটিই ফোন কি সত্যিই পাওয়া যাবে? জিওর নানা ধরনের অফারের পর, এবার জিওর পরবর্তী অফার কি আরও আকর্ষণীয় হবে? এসব প্রশ্নের দিকেই এখন তাকিয়ে গ্রাহকেরা৷


এছাড়াও, জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস সম্পর্কেও কী ঘোষণা করেন, তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন জিও গ্রাহকেরা।