ওয়েব ডেস্ক: অবশেষে শুরু হল Jio Phone-এর ডেলিভারি। রবিবার থেকে জিও ফোনের ডেলিভারি শুরু করেছে রিলায়েন্স। ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত খবরে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম দফায় ১৫ দিনের মধ্যে ৬০ লক্ষ ফোন ক্রেতাদের কাছে পৌঁছে দেবে রিলায়েন্স জিও। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুসারে, প্রথম দফায় জিও ফোন পাবেন গ্রামীণ ক্রেতারা। ফোন পৌঁছবে ছোট শহরের ক্রেতাদের কাছেও। 


অন্য একটি সূত্রের খবর অনুসারে মোট ৬.১৮ কোটি জিওফোন বাজারে ছাড়বে রিলায়েন্স। যা দেশের মোট মোবাইল ফোনের ১০ শতাংশ। চলতি অর্থবর্ষের ফোন হাতে পাবেন গ্রাহকরা। 


১,৫০০ টাকা দামের গত ২৪ অগাস্ট জিও ফোনের বুকিং শুরু হয়েছিল। ৫০০ টাকা জমা দিয়ে অনলাইন ও অফলাইনে বুক করা যাচ্ছিল জিও ফোন। বাকি হাজার টাকা চোকাতে হবে ফোন বাড়িতে পৌঁছলে। তবে তিন বছর পর পুরো ১,৫০০ টাকাই ফেরত পাবেন গ্রাহক।  মাত্র ১৫৩ টাকা রিচার্জ করিয়ে এই ফোনে ব্যবহার করা যাবে আনলিমিটেড ইন্টারনেট।