ওয়েব ডেস্ক: স্মার্ট ফোন কেনার হলে আজই আমাজন থেকে কিনে নিন জিওমি রেডমি ৪। ১৫ অগস্ট এই ফোনটির উপরে বিশেষ ছাড় দিচ্ছে আমাজন ইন্ডিয়া। শুধু আমাজনই নয়, জিওমি রেডমির ওয়েবসাইটও এই ফোনের উপরে বিশেষ ছাড় দিচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমাজন ও এমআই.কম-এর সেল-এ এই দামের উপরে ছাড় থাকবে। আমাজনে বেলা ১২ টা থেকে ছাড় দেওয়া শুরু হয়েছে। শুধু দামের উপরেই নয়, রিলায়েন্স জিও-র গ্রাহক হলে অতিরিক্ত ৪জি ডেটাও পাবেন। 


ফোনের মেমরি অনুযায়ী তিনটি দামে পাওয়া যাবে রেডমি ৪। 
• ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমরি- ৬৯৯৯ টাকা
• ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমরি- ৮৯৯৯ টাকা
• ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি- ১০,৯৯৯ টাকা 


এই বছর মে মাসে ফোনটি দেশের বাজারে লঞ্চ করে। বাজারে জিওমি রেডমি ফোর ১৬ জিবির দাম ৬,৯৯৯ টাকা।


কী কী ফিচার রয়েছে ফোনটিতে? 
• দু’টি রং-এ এই ফোনটি পাওয়া যায়— একটি ম্যাট ব্ল্যাক এবং অন্যটি এলিগ্যান্ট গোল্ড। 
• ৫ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে এবং ২.৫ডি গ্লাস। 
• ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 
• 4,100mAh ব্যাটারি। 
• ১২৮ জিবি মাইক্রোএসডি কার্ড।
• ওজন- ১৫০ গ্রাম