ওয়েব ডেস্ক: একজন উপভোক্তাকেও হাত ছাড়া করতে চাইছে না মুকেশ আম্বানির রিলায়ন্সে। তাই সস্তা থেকে আরও সস্তা আকর্ষক পরিষেবা নিয়ে এসে বাজারে একচেটিয়া রাজ করতে চাইছে ভারতের অন্যতম বড় টেলিকম নেটওয়ার্ক রিলায়েন্স জিও। ৩১ মার্চেই শেষ হয়েছে রিলায়েন্স জিও'র ফ্রি অফার। এরপর বাজারে এসেছে সামার সারপ্রাইজ অফার। তবে ট্রাইয়ের নিষেধাজ্ঞায় তা তুলে নিতে বাধ্য হয় জিও। কিন্তু এতে দমে না গিয়ে সপ্তাহ খানেকের মধ্যেই রিলায়ন্সে জিও বাজারে নিয়ে আসে 'ধন ধনা ধন' অফার। এতেও যখন হচ্ছে না, তখন জিও নিয়ে এল আরও সস্তা পরিষেবা। ১৯ টাকা থেকে ১৪৯ টাকা, এই পরিমাণ অর্থ ব্যয় করলেই মিলবে 'স্বপ্নের পরিষেবা'। ১৯ টাকায় ২০০ এমবি ইন্টারনেট, বৈধতা ১ দিন। নন-প্রাইম জিও গ্রাহকরা এই অফারে পাবেন ১০০ এমবি ইন্টারনেট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯ থেকে ১৪৯ টাকা, এর মধ্যে চার চারটি প্ল্যান রয়েছে জিও'র। একটি ১৯ টাকার প্ল্যান, অন্য তিনটি যথাক্রমে- 


৪৯ টাকা- ৬০০ এমবি ইন্টারনেট (প্রাইম)/৩০০ এমবি ইন্টারনেট (নন-প্রাইম), বৈধতা ৩ দিন।  


৯৬ টাকা- ৭ জিবি ইন্টারনেট, প্রতিদিন ১ জিবি করে (প্রাইম)/ ৬০০ এমবি (নন-প্রাইম), বৈধতা ৭ দিন। 


১৪৯ টাকা- ২ জিবি (প্রাইম)/ ১জিবি (নন-প্রাইম), ২৮ দিনের বৈধতা।