ওয়েব ডেস্ক: যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটা হল না। বরং নিরাশই হতে হলে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-কে। টেলিকম অথিরিটি অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, "চাহিদা কমছে জিও'র"। ব্যপক প্রচার এবং ফ্রি পরিষেবা অনুযায়ী জিও প্রাইম নিয়ে গ্রাহকদের যতটা উৎসাহ ছিল, সেটা বেশ খানিকটা কমেছে বলেই দাবি ট্রাইয়ের। টানা একবছর ফ্রি পরিষেবা দেওয়ার পর এবছরের এপ্রিল থেকেই জিও গ্রাহকদেরকে প্রথমবার পরিষেবার জন্য শুল্ক দিতে হয়েছে। মার্চ ৩১ পর্যন্ত ফ্রি পরিষেবা প্রদানের পরই নতুন অফারের কথা ঘোষণা করে জিও। ট্রাইয়ের দাবি, মার্চে নতুন অফার ঘোষণার পর থেকেই জিও'র প্রতি গ্রাহকদের চাহিদা কমছে। আরও পড়ুন- ফেসবুক ব্যবহার করতে হলে এখন থেকে এই নিয়মগুলো মানতেই হবে
   
উল্লেখ্য, এবছর মার্চেই ৩০৯ টাকার জিও প্রাইম প্ল্যানের কথা ঘোষণা করেছিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। উপভোক্তারা এই প্ল্যান অনুযায়ী প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা ব্যবহারের সুবিধা তো পাবেনই সঙ্গে সমস্ত নেটওয়ার্কে ফ্রি কলের পরিষেবাও উপভোগ করতে পারবেন। এই প্ল্যান যে সেভাবে মানুষের মন জয় করতে পারেনি, সেটাই বলছে টেলিকম অথিরিটি অব ইন্ডিয়ার রিপোর্ট, যা দেখে অবাক ট্রাইয়ের কর্তারাও। 


ট্রাই থেকে প্রকাশিত মার্চের রিপোর্ট অনুযায়ী জিও'র জন্য খারাপ খবর থাকলেও ভাল খবর রয়েছে ভোডাফোন এবং ভারতী এয়ারটেলের জন্য। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী টেলি কমিউনিকেশন মার্কেটে নিজেদের শেয়ার বাড়িয়েছে ভোডাফোন এবং ভারতী এয়ারটেল।