বড়দিনে বড় ধামাকা জিও`র! রিচার্জ করলেই তিন গুণ ক্যাশব্যাক
জিও`র ঘোষণা অনুযায়ী প্রাইম গাহকরা ২,৫৯৯ টাকা পর্যন্ত রিচার্জে এই লোভনীয় পরিসেবা পাবেন।
নিজস্ব প্রতিবেদন: যত টাকার রিচার্জ তার তিন গুণ টাকা ফেরত! হ্যাঁ, এই অবিশ্বাস্য অফারের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। প্রাইম মেম্বারদের জন্য প্রথমে যে ট্রিপল ক্যাশব্যাক অফার নিয়ে এসেছিল জিও, তাতে ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্তই সময়সীমা রেখেছিল তারা। এরপর সেই সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করেছে জিও। এবার সেই অফারই বড়দিন পর্যন্ত বর্ধিত করা হল। উল্লেখ্য, চলতি মাসের মধ্যেই দু'বার অফারের সময়সীমা বাড়াল জিও কর্তৃপক্ষ। জিও'র ঘোষণা অনুযায়ী প্রাইম গাহকরা ২,৫৯৯ টাকা পর্যন্ত রিচার্জে এই লোভনীয় পরিসেবা পাবেন।
আরও পড়ুন- প্রশংসিত জিও, তবু বাড়তে পারে দাম