সম্প্রতি কি আপনার ঠিকানা পরিবর্তিত হয়েছে? অথচ আপনার পুরনো ঠিকানাই এখনও রয়েছে আধার কার্ডে! চিন্তার কিছু নেই। কারণ, খুব সহজেই অনলাইনে বদলে ফেলা সম্ভব আধার কার্ডের ঠিকানা বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। আজকাল প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু আধারের তথ্য না মিললেই মুশকিল! তাই দেরি না করে জেনে নেওয়া যাক কী ভাবে নিজেই আধারের তথ্য বদলে নিতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে গ্রুপ কলিং ফিচার


আপনার আধার কার্ডের ঠিকানা বা অন্যান্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করতে চাইলে প্রথমে uidai.gov.in এ গিয়ে ‘অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট’-এ ক্লিক করুন। এ বার এখানে আপনি নিজের আধার নম্বর দিন। এর পর ভেরিফিকেশানের জন্য আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে। এই ওটিপি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন। এ বার আপনার নতুন বা সঠিক ঠিকানা পিন কোড-সহ ওয়েবসাইটে নথিভুক্ত করুন। এর পর ‘সাবমিট অপশান’ এলে পাসপোর্ট, ইন্সিউরেন্স পলিসি, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ল্যান্ডলাইন বিল অথবা ট্যাক্স রিসিপ্ট ইত্যাদি প্রামাণ্য নথির স্ক্যান কপি আপলোড করে দিন। শেষে ‘বিপিও সার্ভিস প্রোভাইডার’ অপশন বেছে নিয়ে সাবমিট করে দিন। আপনার আপলোড করা নথির স্ক্যান কপির সঙ্গে আপনার নতুন ঠিকানা মিলে গেলেই অপডেট হয়ে যাবে আপনার আধার কার্ডের ঠিকানা।


আরও পড়ুন: তবে কি ফেসবুকেও আসছে 'রাইট সোয়াপ'?


তাহলে আর দেরি কেন? আধার কার্ডের ভুল তথ্য শুধরে নিন সহজেই। কোথাও যাওয়ার দরকার নেই। ঘরে বসেই আপডেট করে নিন নিজের আধারের তথ্য।