ওয়েব ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ এবার আর শুধুমাত্র স্মার্টফোনেই সীমাবদ্ধ নেই। এবার হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা যাতে তাঁদের পার্সোনাল কম্পিউটারেও এই মেসেজিং সাইট ব্যবহার করতে পারেন, তার জন্য হোয়াটস অ্যাপ তাদের ওয়েব ব্রাউজার ভার্সন নিয়ে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে আপনি আপনার কম্পিউটারে হোয়াটস অ্যাপের ওয়েব ব্রাউজার সংযোগ করবেন, তার পদ্ধতিগুলি জেনে নিন-


১) আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে https://web.whatsapp.com ওয়েবসাইটে ক্লিক করে আপনার ওয়েব ব্রাউজারটিকে হোয়াটস অ্যাপ ক্লায়েন্ট হিসেবে সংযোগ করুন।


২) এবার আপনি একটি QR code পাবেন। এবার সেই QR codeটি স্ক্যান করুন।


৩) এখন আপনি হোয়াটস অ্যাপ ওয়েব ক্লায়েন্ট হিসেবে আপনার ফোন থেকে হোয়াটস অ্যাপের সঙ্গে পেয়ার্ড আপ হলেন।


৪) এবার আপনার ফোন ওয়েব ক্লায়েন্টের জন্য ইন্টারনেট কানেকশনে একটানা থাকতে চাইবে।


৫) তবে, একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার ফোনে হোয়াটস অ্যাপের লেটেস্ট ভার্সনটি ইনস্টল করা থাকতে হবে।