নিজস্ব প্রতিবেদন: অ্যামাজন ইন্ডিয়ায় পাওয়া যাবে Samsung Galaxy On7 Prime, এই সপ্তাহের প্রথম দিকে এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু ঠিক কবে থেকে অ্যামাজন ইন্ডিয়ায় ফোনটি পাওয়া যাবে, তা সঠিকভাবে জানানো হয়নি। তবে, রবিবার স্যামসংয়ের পক্ষ থেকে ১৭ জানুয়ারি একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাই মনে করা হচ্ছে যে আগামি ১৭ জানুয়ারি সম্ভাবত লঞ্চ করতে পারে বহু প্রতীক্ষিত স্মার্টফোন Samsung Galaxy On7 Prime।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : গ্রাহদের জন্য অভিনব পরিষেবা এয়ারটেলের


কী কী ফিচার্স রয়েছে Samsung Galaxy On7 Prime স্মার্টফোনটিতে?


১) ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
২) 1.6 GHz octa core Exynos ৭৮৭০ প্রসেসর।
৩) দুটি ভিন্ন ফিচার্সে লঞ্চ করবে ফোনটি। একটিতে 3 GB RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং অন্যটিতে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইনবিল্ড স্টোরেজ থাকবে।
৪) ২৫৬ জিবি এক্সপ্যান্ডেবল মাইক্রোএসডি কার্ড।
৫) ফ্রন্ট এবং ব্যাক উভয়েই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।


আরও পড়ুন : কোন কোন ফোনে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না? জেনে নিন