ওয়েব ডেস্ক: সস্তার লড়াইয়ে যখন সবাই সবথেকে কম দামে ফোন লঞ্চ করে বাজার ধরতে মরিয়া, তখন বিশ্ব সমাদৃত গাড়ি তৈরির কোম্পানি ল্যাম্বরগিনি নিয়ে এল 'সবথেকে দামি মোবাইল ফোন'। প্রায় একটা চার চাকা গাড়ির দামে ল্যাম্বরগিনি দিচ্ছে আলট্রা লাক্সারি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ল্যাম্বরগিনি এই ফোনের নাম রেখেছে 'আলফা-ওয়ান'। ল্যাম্বরগিনির দাবি, "এই স্মার্টফোন সম্পূর্ণ ইতালীয় নকশায় তৈরি এবং এই ফোনের প্রযুক্তিও অত্যাধুনিক"। এই ফোনের দাম  $২,৪৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ১.৫৭ লাখ টাকা)। এই স্মার্টফোন কেবল ইউরোপ এবং আরব আমিরশাহিতেই পাওয়া যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী আছে ফোনে?


- ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (১৪৪০x২৫৬০) 
- ক্যামেরা ২০ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সলে
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর 
- ৪ জিবি RAM
- ৬৪ জিবি ইন্টারনাল মেমরি স্টোরেজ 
- ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি স্টোরেজ
- ডুয়াল সিম সাপোর্ট
- ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার