নিজস্ব প্রতিবেদন : টেকস্যাভিদের জন্য সুখবর, ৫০০০এরও কমে স্মার্টফোন লঞ্চ করল Lava। এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Lava। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Lava Z53। ৪,৮২৯ টাকা দামে কেনা যাবে এই স্মার্টফোন। শুধু তাই নয়, লঞ্চ অফারে Jio গ্রাহকরা Lava Z53 কিনলে ১,২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ-ব্যাক পাবেন। সঙ্গে থাকছে অতিরিক্ত ৫০GB ডেটা। Flipkart থেকে ইতিমধ্যেই এই ফোন বিক্রি শুরু হয়েছে। আসুন কেনার আগে একবার জেনে নেওয়া যাক Lava-এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Lava Z53 এর দাম ও স্পেসিফিকেশন:


আরও পড়ুন-  ৩,০০০ টাকা পর্যন্ত সস্তা হল Redmi-এর এই চারটি জনপ্রিয় ফোন!


১) ৬.১ ইঞ্চি ফুল ওয়াটারড্রপ নচ  ডিসপ্লে।  ফোনের ভিতরে রয়েছে একটি ১.৪ GHz কোয়াড কোর ডিসপ্লে।
 
২) এই ফোনে ১ জিবি RAM আর ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।


৩) এই ফোনে রয়েছে  কোয়াড কোর  প্রসেসর।


৪) ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সঙ্গে  রয়েছে এলইডি ফ্ল্যাশ।সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


৫) প্রিজম ব্লু ও প্রিজম রোজ কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। ।


৬) এই ফোনে থাকছে ৪,১২০ mAh-এর ব্যাটারি।


৭)১ জিবি RAM আর ১৬ জিবি স্টোরেজ সহ Lava Z53 এর দাম পড়বে ৪,৮২৯ টাকা।