ওয়েব ডেস্ক: এখন তো খেলার ভরা মরসুম। আর্থিক বছরের শুরু হওয়ায় বেশ কিছু অফিসের কর্মচারীদের ইনক্রিমেন্ট, ইনসেনটিভও এসেছে। এমনও একটা সময় টিভি কেনার কথা যারা ভাবছেন, কিংবা যারা কিনে ফেলেছেন তাদের একটা প্রশ্ন থাকে। সেটা হল এলসিডি নাকি এলইডি কোন ধরনের টিভি বেশি উপযোগী।
 প্রশ্নটার উত্তরটা এভাবে দেওয়া যাক--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদি আপনি টিভি দেখতে গিয়ে কম বিদ্যুত খরচ করতে চান, তাহলে এলইডি টিভি বেশি কাজ দেবে। কারণ এলসিডি টিভির থেকে এলইডি টিভি অনেক বেশি 'এনার্জি এফিসিয়েন্ট'


টিভির ছবিতে যদি স্বচ্ছতা চান তাহলে LCDটিভি অনেক বেশি কাজে দেবে।


আপনার যদি বাজেট একটা বিষয় হয়, মানে টাকা কম খরচের ইচ্ছা থাকে তাহলে এলসিডি টিভি কেনাই ভাল। সাধারণ মানুষের পক্ষে এলসিডি টিভি কেনাটাই বেশি ভাল, তবে সেটা বাজেটের কথা মাথায় রেখেই বলতে হচ্ছে।


টিভির সিগন্যাল ক্যাচিং পাওয়ারের বিষয়ে এলইডি টিভি অনেক এগিয়ে। ডিশ টিভি বা সেট টপ বক্স ব্যবহার করলে এই ফারাক বোঝা যায়।


তবে LCD বা LED যে টিভিই কিনুন, কেনার আগে ফিচার্সগুলো খুঁটিয়ে দেখুন, রিভিউ পড়ুন। তারপর সিদ্ধান্ত নিন।