নিজস্ব প্রতিবেদন: সোমবার ভারতে লঞ্চ হল চিনা সংস্থা Lenovo-এর নতুন স্মার্টফোন K10 Plus। সাধ্যের মধ্যেই ট্রিপল রিয়ার ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর এই ফোনের প্রধান আকর্ষণ। সঙ্গে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ক্যামেরা সফটওয়্যার, ওয়াটার ড্রপ নচ-যুক্ত ডিসপ্লে-এর মতো একাধিক বৈশিষ্ট্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইদানীং অন্যান্য চিনা সংস্থার প্রভাবে ভারতের বাজারে কিছুটা পিছিয়ে পড়েছে Lenovo। তবে Lenovo K10 Plus-এর মাধ্যমে মিগ সেগমেন্টে আপডেটেড ফোন আনার মাধ্যমে পুনরায় বাজার দখল করতে চাইছে সংস্থা। এবার এক নজরে দেখে নিন Lenovo K10 Plus-এর স্পেসিফিকেশন ও দাম...


Lenovo K10 Plus-এর স্পেসিফিকেশন ও দাম:


১) ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। রেজোলিউশন ৭২০x ১৫২০ পিক্সেলস। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। থাকছে ডিউ ড্রপ নচ।


২) ৪ জিবি আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে Lenovo K10 Plus। থাকছে octa-core প্রসেসর। Qualcomm Snapdragon 632 SoC চিপসেট।


৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।


আরও পড়ুন: ১১ সংখ্যার মোবাইল নম্বর চালু করতে চলেছে TRAI! বদলে যাবে সবার মোবাইল নম্বর!


৪) ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


৬) ৪,০৫০ mAh ব্যাটারি থাকছে Lenovo K10 Plus-এ।


৭) Flipkart-এ Big Billion Days সেল চলাকালীন ৩০ সেপ্টেম্বর ভারতের বাজারে আসবে Lenovo K10 Plus। দাম ১০,৯৯৯ টাকা।