ওয়েব ডেস্ক: অপেক্ষা শেষ করে ভারতের বাজারে এল লেনোভো কে৮ নোট। ফিচারে ঠাসা এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা। দাম মাত্র ১২,৯৯৯ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেনোভো কে৮ নোট নিয়ে টেকপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল গত কয়েক মাস ধরে। লেনোভোর ‘ভাইব’ ইউজ়ার ইন্টারফেসের বদলে এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ৭.১.১ দিয়েছে সংস্থা। নজরকাড়া ফিচারের মধ্যে রয়েছে ফ্রন্ট ফ্ল্যাস। ‌যা সেলফি প্রেমীদের পছন্দ হবেই।


এক নজরে স্পেকস


  •     মিডিয়াটেক MT6797 চিপসেট

  •     কর্টেক্স ডেকা কোর প্রসেসর

  •     র‍্যাম ৩ জিবি ও ৪ জিবি

  •     ডুয়াল রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডেপথ্‌ সেন্সর)

  •     ফ্রন্ট ক্যামেরা (১৩ মেগাপিক্সেল)

  •     ৫.৫ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে সঙ্গে গোরিলা গ্লাস প্রোটেকশন

  •     ৩২ জিবি ও ৬৪ জিবি ইনবিল্ট মেমরি অপশন

  •     ১২৮ জিবি প‌র্যন্ত এক্সপ্যান্ডেবল কার্ড স্লট

  •     ৪০০০ mAh ব্যাটারি র‍্যাপিড চার্জ ফিচার


ফোনটির সঙ্গে ১৫ ওয়াট চার্জার দিচ্ছে লেনোভো। দাবি, একবার চার্জ দিলে ২৪.৭ ঘণ্টা টকটাইম মিলবে এই ফোনে। সঙ্গে রয়েছে ওয়াটার রিপ্যালেন্ট কোটিং। ম্যাগনেশিয়াম অ্যালয় ও পলিকারবনেটের ফ্রেম সহজে ভাঙবে না।


বুধবার দুপুর ১২টা থেকে আমাজ়নে মিলছে লেনোভো কে৮ নোট। ৩২ জিবি ভার্সনের দাম ১২,৯৯৯ টাকা। ৬৪ জিবির দাম ১৩,৯৯৯ টাকা। সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব অফার।