নিজস্ব প্রতিবেদন: বর্তমানে ফোল্ডেবল ডিসপ্লে তৈরির দিকে ঝুঁকছে একাধিক নামী স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। ইতিমধ্যেই দু’টি ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X আর Samsung Galaxy Fold লঞ্চ হয়েছে। এ বার লঞ্চ হতে চলেছে ফোল্ডেবল ডিসপ্লে যুক্ত Moto Razr। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত একটি ইভেন্টে সামনে আসতে চলেছে ফোনটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনে করা হচ্ছে Moto Razr-এর দাম হতে পারে প্রায় ১,৫০০ ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১ লক্ষ ৮ হাজার টাকার সমান)। বর্তমানে Motorola তবে Lenovo-র মালিকানাধীন। আর Moto Razr লঞ্চের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি Lenovo-র পক্ষ থেকে। শুধু জানা গিয়েছে এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চি ফেক্সিবল pOLED ডিসপ্লে। ভাঁজ করার পরও এই ফোনে ২.৭ ইঞ্চির gOLED ডিসপ্লে পাওয়া যায়।


আরও পড়ুন: এক ধাক্কায় প্রায় ৫,০০০ টাকা দাম কমল Asus-এর এই দুটি স্মার্টফোনের


আজ থেকে ১৫ বছর আগে, ২০০৪ সালে লঞ্চ করেছিল Motorola-র পাতলা, হালকা, ফ্লিপ ফোন Moto Razr V3। লঞ্চের মাত্র চার বছরের মধ্যে প্রায় ১৩ কোটি Moto Razr V3 বিক্রি হয়েছিল। ওই সময় মোবাইল ফোনের দুনিয়ায় Motorola-র এই ফোনটির চাহিদা যে তুঙ্গে ছিল, এই সংখ্যাই তার প্রমাণ। এ বার স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr!