ওয়েব ডেস্ক: দারুন অফার। এবার ৯ হাজার ৯৯৯ টাকা দামের লেনোভো K3 নোট পান মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়! ভাবছেন কীভাবে এটা সম্ভব? তাহলে জেনে নিন এই বিশেষ অফার পেতে গেলে আপনাকে কী কী করতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার বিশেষ এক্সচেঞ্জ অফারে লেনোভো K3 নোট কিনতে পারবেন মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। কোম্পানির এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো স্মার্টফোনটি দিয়ে মাত্র ১ হাজার ৯৯৯ টাকায় বাড়ি নিয়ে যান ৯ হাজার ৯৯৯ টাকা দামের লেনোভো K3 নোট ফোনটি। অফার খুবই কম দিনের জন্য।


তাহলে এক ঝলকে দেখে নিন লেনোভো K3 নোট ফোনটিতে কী কী ফিচার্স রয়েছে-


১) ৫.৫ ইঞ্চি HD ডিসপ্লে।


২) 2 GB RAM।


৩) ৫.০ অ্যান্ড্রয়েড ললিপপ।


৪) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ।


৫) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং শ্যুটার।


৬) 3G, ওয়াই-ফাই, ব্লু-টুথ, GPS।