ওয়েব ডেস্ক : ইন্টারনাল মেমোরি ও এক্সটারনাল মেমোরি। মূল ২ প্রকার মেমোরি দেখা যায়। ইন্টারনাল বলতে হার্ড ডিস্ক, আর এক্সটারনাল হিসেবে চল বেশি মেমোরি কার্ডের। কিন্তু কতদিন বেঁচে থাকে এই মেমোরি?


সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, মেমোরি তার টেকনোলজিকাল লাইফের চেয়ে বেশি সময় চলে। মেমোরির ভাল-খারাপ  নির্ধারিত হয় প্রোগ্রাম ও ইরেজ সাইকেল দিয়ে। বর্তমানে মেমোরিতে সাধারণও ১ লাখ বার লেখা ও মোছার সুযোগ দেওয়া হয়। এর মানে ওই মেমোরি লাখ বার লেখা ও মোছা দেওয়া হয়। দামী মেমোরির ক্ষেত্রে এই সাইকেল আরও ১০ গুণ।