ওয়েব ডেস্ক: বার ফোন, এত সস্তা? হ্যাঁ, এতটাই সস্তা। স্মার্ট ফোনের সঙ্গে যাঁরা অল টাইম ব্যবহারের জন্য বার ফোন ব্যবহার করতে চান তাঁদের জন্য এর থেকে ভালো ফোন আর হয়না! মেসেজ থেকে অনবরত ফোন কল, 'ব্র্যাভো'ই বেস্ট।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্র্যান্ড: মিডিয়াকম


ক্যাটাগরি: বারফোন


মডেল নাম: মিডিয়াকম ব্র্যাভো ১৮২এল (182L)


ফিচার: হ্যান্ডসেট, চার্জার, ব্যাটারি, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড


ক্যামেরা: ১.৩ মেগাপিক্সেল, ভিডিও রেকর্ডিং- ১৫ এফপিএস (15 fps)


মেমরি: ফোনবুক, ইন্টারনাল মেমরি, কার্ড স্লট, ৮ জিবি পর্যন্ত সাপোর্ট করবে। 


মাল্টিমিডিয়া: মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এফ এম, গেমস, ম্যাসেজিং 


ডিসপ্লে: ১.৮ ইঞ্চি স্ক্রিন সাইজ, ৬৫ কে কালার 


সিম টাইপ: GSM, ডুয়াল সিম  


ব্লুটুথ আছে, ইন্টারনেট সাপোর্ট করবে। চারটি রঙে পাওয়া যাবে এই ফোন-লাল, নীল, সাদা, কালো।