নিজস্ব প্রতিবেদন: অসাধারণ ফিচার ভারতে লঞ্চ হয়ে গেল ইলেকট্রিক গাড়ি MG ZS EV। প্রথমেই MG ZS EV লঞ্চ হয়েছে দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে। পরে যদিও দেশের অন্যান্য শহরেও পৌঁছবে এই গাড়ি। ইতিমধ্যে গাড়ির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) এই  গাড়িতে থাকছে ৪৪.৫ kWh IP6 ব্যাটারি। গতিতে থাকছে ১৪১ bhp power, ৩৫৩ Nm tork power। এক চার্জেই চলবে ৩৪০ কিলোমিটার। ব্যাটারি এতোটাই শক্তি সম্পন্ন যে, মাত্র ৪০ মিনিটেই ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হবে। 


২) MG ZS EV যে কোনও ১৫A সকেট থেকে চার্জ করা যাবে। যদিও আপাত দৃষ্টিতে গাড়ির ডিজাইনে কোনও বিশেষত্ব চোখে না পড়লেও গ্রিলের সামনেই থাকছে চার্জিং সকেট।


৩) ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। থাকছে প্রজেক্টর হেড ল্যাম্প। এ ছাড়া থাকছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, কানেক্টেড কার ফিচার।


৪) এটি একটি কানেক্টেড গাড়ি। MG ZS EV তে থাকছে ই-সিম এবং বিল-ইন ওয়াইফাই, যা Apple Car Play এবং Android Auto কে সাপোর্ট করে।


৫) গাড়ির ছাদ হল প্যানারমিক সান প্রুফ।


৬) MG ZS EV-এর দাম শুরু হচ্ছে ২০ লক্ষ ৮৮ হাজার টাকা থেকে।