নিজস্ব প্রতিবেদন: আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ হল চিনে। সোমবার সে দেশে লঞ্চ হয়েছে Mi 10 Youth Edition 5G। এটি হল মধ্যবিত্তের পকেট-সই দামে 5G স্মার্টফোন। আসুন এই ফোনের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Mi 10 Youth Edition 5G-এর স্পেসিফিকেশন আর দাম:


১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে সংস্থার নিজস্ব MIUI 11 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট।


২) ডুয়াল সিম সাপোর্ট-যুক্ত এই ফোনে এই ফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।


৩) এই ফোনে রয়েছে ৮ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।


৪) এই ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি ক্যামেরা) + ৮ মেগাপিক্সেল (পেরিস্কোপ টেলিফটো লেন্স) ক্যামেরা + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল) ক্যামেরা + ৮ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা) রয়েছে এই ফোনে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।


আরও পড়ুন: চলতি মাসেই ৬ জিবি RAM, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ আসছে Redmi Note 9


৫) এই ফোনে রয়েছে ৪,১৬০ mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং।


৬) কানেক্টিভিটির জন্য থাকছে 5G SA/NSA, USB Type-C port, Wi-Fi 5, Bluetooth v5.1, NFC, GPS, 3.5 মিমি অডিয়ো জ্যাক।


৭) Mi 10 Youth Edition 5G-এর দাম শুরু হচ্ছে চিনে ২,০৯৯ ইউয়ান (ভারতীয় মূদ্রায় প্রায় ২২,৫০০ টাকা)। ৩০ এপ্রিল থেকে চিনে এই 5G ফোন বিক্রি শুরু করবে Xiaomi।