৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রি-ডি কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হল Mi Note 10 Lite
আসুন এই ফোনের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ হল। বিশ্ব বাজারে মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হয়েছে Mi Note 10 Lite। আসুন এই ফোনের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...
Mi Note 10 Lite-এর স্পেসিফিকেশন আর দাম:
১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে সংস্থার নিজস্ব MIUI 11 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট।
২) ডুয়াল সিম সাপোর্ট-যুক্ত এই ফোনে এই ফোনে রয়েছে ৬.৪৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস থ্রি-ডি কার্ভড AMOLED ডিসপ্লে।
৩) এই ফোনে রয়েছে ৬ জিবি RAM আর ৬৪ / ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
৪) এই ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি ক্যামেরা) + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল) ক্যামেরা + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা) + ২ মেগাপিক্সেল (ডেপ্ত সেন্সর) ক্যামেরা রয়েছে এই ফোনে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
৫) এই ফোনে রয়েছে ৫,২৬০ mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং।
৬) কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, 3.5 মিমি অডিয়ো জ্যাক।
আরও পড়ুন: রোজ ২ জিবি ডেটা বিনামূল্যে পাবেন Jio গ্রাহকরা! কী ভাবে? জেনে নিন...
৭) Mi Note 10 Lite-এর দাম (৬ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ) শুরু হচ্ছে ৩৪৯ ইউরো (ভারতীয় মূদ্রায় প্রায় ২৯,৯০০ টাকা)। Mi Note 10 Lite-এর ৬ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ৩৯৯ ইউরো (ভারতীয় মূদ্রায় প্রায় ৩৩,১০০ টাকা)।