নিজস্ব প্রতিবেদন: মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের স্পেসে কথোপকথনের জন্য দুটি সহ-হোস্ট যোগ করার সুবিধা আনল। কো-হোস্টরা সহজেই অনুরোধ পরিচালনা করতে, আরও বক্তাদের আমন্ত্রণ জানাতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে এমনকী টুইট পিন করতেও সক্ষম। সম্প্রতি টুইট করে স্পেস টিমের এই ফিচারগুলির কথা ঘোষণা করল টুইটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"আপনার স্পেস হ্যান্ডেল করা সহজ করে দিচ্ছে ... কো-হোস্টিং চালু করছে!


- হোস্ট দুটি সহ-হোস্টের জন্য আমন্ত্রণ পাঠাতে পারে। টেবিলটি আরও বড় হয়েছে:  ১ জন হোস্ট, ২ জন সহ-হোস্ট এবং ১০ জন স্পিকার।


- সহ-হোস্টরা স্পিকারকে আমন্ত্রণ জানাতে, অনুরোধ পরিচালনা করতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়া, টুইট পিন করা এবং আরও অনেক কিছু করতে সহায়তা করবে ! 


আরও পড়ুন, WhatsApp: হোয়াটসঅ্যাপে 'অদৃশ্য' হবে ফটো-ভিডিও! আসছে নয়া আপডেট


যদি আপনি অ্যাক্সেস পেয়ে থাকেন তবে আপনি iOS এ কম্পোজ বোতামটি দীর্ঘক্ষণ টিপে এবং অ্যান্ড্রয়েডে কেবল "+" ট্যাপ করে টুইটারে এই ফিচার ব্যবহার করতে সক্ষম হবেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)