নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতীয়দের জন্য দারুণ উপহার। এবার মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য সুখবর। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাইক্রোসফট ঘোষণা করে, অফিস ৩৬৫, আউটলুক ২০১৬, আউটলুক.কম, এক্সচেঞ্জ অনলাইন অ্যান্ড এক্সচেঞ্জ অনলাইন প্রোটেকশনসহ সমস্ত অ্যাপ এবং সার্ভিসের ইমেল অ্যাড্রেসে এবার থেকে ১৫টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে। ভারতীয় ব্যবহারকারীরা তাঁদের পার্সোনাল কম্পিউটারে আউটলুক অ্যাকাউন্টের ইমেলে এবার থেকে স্থানীয় ভাষাও ব্যবহার করতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান


মাইক্রোসফট ইন্ডিয়ার সিওও মিতুল প্যাটেল এই প্রসঙ্গে জানিয়েছেন, এবার থেকে ভারতীয় মাইক্রোসফট ব্যবহারকারীরা আউটলুকে স্থানীয় ভাষায় মেল পাঠানো এবং আসা মেল পড়তে পারবেন।


গত মাসে মাইক্রোসফট হিন্দি, বাংলা এবং তামিল ভাষাকে আরও উন্নত করার জন্য দুটি উন্নত প্রযুক্তির ঘোষণা করেছিল। একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যটি ডিপ নিউরাল নেটওয়ার্ক।


আরও পড়ুন : ২ হাজার টাকা ক্যাশব্যাক এয়ারটেলের, জানুন কীভাবে পাবেন