ওয়েব ডেস্ক : এবার গাঁজা চাষ ও তা রক্ষণাবেক্ষনে বিনিয়োগ করছে মাইক্রোসফট। একটি মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই কাজ করতে চলেছে তারা। এই টেক জায়ান্টের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুনে অবাক হলেন তো? শেষ পর্যন্ত টেক দুনিয়ার এই 'বাদশা' সব ছেড়ে হঠাত্‍ গাঁজা চাষে? হ্যাঁ, ঘটনা সত্যি। তবে, এই গাঁজা মানুষের ক্ষতির উপাদান নয়। আবার মাদকও নয়।


সম্প্রতি, আমেরিকা সরকার গাঁজা থেকে ওষুধ তৈরির সিদ্ধান্ত নেয়। সেই কাজের বরাত পায় সেদেশরই একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। এবার ওই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে গাঁজা চাষে নামল মাইক্রোসফট।