ওয়েব ডেস্ক: আপনার স্মার্ট ফোন আছে? নিশ্চয়ই আছে। নেই? তাহলে নিশ্চয়ই ট্যাবলেট ফোন আছে? এই দুটির ব্যবহার কী? ফোন করা? গান শোনা? ছবি তোলা? ফেসবুক করা? বা হোয়াটসঅ্যাপ করা? কোনটিকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন আপনি? বেশিরভাগ সংখ্যক মানুষের স্বাভাবিক উত্তর, ফোন 'ফোন কল করার জন্য'। কিন্তু গবেষণা বলছে, স্মার্টফোন সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে গান শোনার জন্য। আমেরিকার এক নতুন গবেষণায় উঠে এসছে এমনই তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে দাবি করা হয়েছে, ৬৮% স্মার্ট ফোন ব্যবহারকারীই স্মার্ট ফোন থেকে যে পরিমাণ ফোন কল করেন তার থেকে অনেক বেশি সময় গান শুনতে ব্যবহার করেন।


আরও যেসব তথ্য গবেষণা থেকে পাওয়া গিয়েছে-
এক. অ্যাপেল ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় বেশি মিডিয়া ব্যবহার করেন।
দুই. ট্যাবলেট ফোন ব্যবহারকারীরা সর্বাধিক সময় গান শুনতে ফোনটি ব্যবহার করেন।
তিন. ৭৫% মোবাইল ব্যবহারকারী প্রতিদিন মোবাইলে গান শোনেন।