ওয়েব ডেস্ক : আচ্ছা একটা ঘড়ির দাম কত বেশি হতে পারে?  বিশ্বে এমন কিছু ঘড়ি রয়েছে যার দাম আকাশছোঁয়া বললেও ভুল বলা হবে। বলা ভালো ‘স্বপ্নে দেখা’। প্রথমবার শুনলে মনে হতে পারে, ভুল দাম শুনলেন বুঝি! এমনই কিছু মহার্ঘ ঘড়ির খোঁজ দিলাম আমরা। এবার বলুন আপনার কোনটা পছন্দ-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ব্রেগুয়েট গ্র্যান্ড কমপ্লিকেশন ম্যারি-অ্যান্টয়নেট- দাম ২০০ কোটি টাকা



২) পাটেক ফিলিপ পেনরি গ্রেভস সুপার কমপ্লিকেশন- দাম ১৬০ কোটি টাকা



৩) পাটেক ফিলিপ রেফারেন্স ১৫২৭- দাম ৩৮.৭ কোটি টাকা



৪) হুবলট বিগ ব্যাং ডায়মন্ড- দাম ৩৪ কোটি টাকা



৫) লুইস ময়নেট মেটেওরিস- দাম ৩০ কোটি টাকা



৬) পাটেক ফিলিপ প্ল্যাটিনাম ওয়ার্ল্ড টাইম- দাম ২৭ কোটি টাকা



৭) পাটেক ফিলিপ ৫০০৪টি- দাম ২৬.৫ কোটি টাকা



৮) পিয়াগেট এম্পারেডর টেম্পল- দাম ২২.৪ কোটি টাকা