ওয়েব ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রি চেয়ারম্যান মুকেশ আম্বানি বড় ঘোষণা করলেন। ঘোষণা করলেন জিও ফোনের। 4G VOLTE ফিচার ফোন । ‘ইন্ডিয়া কা স্মার্টফোন’ বলে উল্লেখ করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিও ৪জি ফিচার ফোন। তাতে থাকবে বড় স্ক্রিন। সমস্ত অ্যাপ ব্যবহার করতে পারবেন। ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন। ২৪টি ভারতীয় ভাষা থাকবে সেই ফোনে।


১৫ আগস্ট থেকে জিও গ্রাহকেরা এই ফোন ব্যবহার করতে পারবেন।


সকলের জন্য ফ্রি জিও ফোন।


জিও-র সমস্ত অ্যাপ এই ফোনে আগে থেকেই লোড করা থাকবে।


এছাড়াও, এছাড়াও, জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস সম্পর্কেও কী ঘোষণা করেন, তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন জিও গ্রাহকেরা।


জানেন রিলায়েন্স জিও-র সম্ভাবত নতুন প্ল্যানগুলি কী কী?


অসম্ভব দাম কমে গেল রিলায়েন্স লাইফ স্মার্টফোনের