জি-মেলের নতুন ফিচার্স
আজকাল বেশিরভাগ মানুষ জরুরি সমস্ত কাজই সেরে ফেলেন ই-মেলের মাধ্যমে। আর ই-মেল মানেই তো জি-মেল। জি-মেল ব্যবহার করে খুশি প্রত্যেক ব্যবহারকারী। এর দ্রুত পরিষেবা আমাদের এক নিমেষে বহু কাজ সেরে ফেলতে সাহায্য করে। এবার সেই জি-মেলই তাঁদের পরিষেবাকে আরও দ্রুত এবং আরও উন্নত করতে নিয়ে এসেছে নতুন অনেকগুলি ফিচার্স। দেখে নেওয়া যাক জি-মেলে নতুন যুক্ত হওয়া ফিচার্সগুলি কেমন-
ওয়েব ডেস্ক: আজকাল বেশিরভাগ মানুষ জরুরি সমস্ত কাজই সেরে ফেলেন ই-মেলের মাধ্যমে। আর ই-মেল মানেই তো জি-মেল। জি-মেল ব্যবহার করে খুশি প্রত্যেক ব্যবহারকারী। এর দ্রুত পরিষেবা আমাদের এক নিমেষে বহু কাজ সেরে ফেলতে সাহায্য করে। এবার সেই জি-মেলই তাঁদের পরিষেবাকে আরও দ্রুত এবং আরও উন্নত করতে নিয়ে এসেছে নতুন অনেকগুলি ফিচার্স। দেখে নেওয়া যাক জি-মেলে নতুন যুক্ত হওয়া ফিচার্সগুলি কেমন-
১) টেক্সটের ফরম্যাট বদলানোটা বেশ জটিল ব্যাপার। বিশেষ করে যাঁরা মোবাইলে মেল করেন তাঁদের পক্ষে। এবার অ্যান্ড্রয়েড ফোনে জি-মেল করলে সেই সুবিধা পাওয়া যাবে। খুব সহজেই বদলাতে পারবেন টেক্সটের ফরম্যাট।
২) জি-মেল ব্যবহারকারীদের জন্য এসে গেল ক্যালেন্ডার। এবার জি-মেলে ক্যালেন্ডারের সুবিধাও ভোগ করতে পারবেন। আর এর ফলে মেলেই আপনারা জরুরি সমস্ত কাজের শিডিউল করে রাখতে পারবেন।
৩) আপনি যদি ইয়াহু বা হটমেলের থেকে বেশি পছন্দ করেন জি-মেল ব্যবহার করতে, তাহলে আপনি বেশি কী পেলেন জানেন? যদি না জেনে থাকেন তো জেনে নিন। গুগলের জি-মেল অ্যান্ড্রয়েড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জি-মেল ছাড়া অন্য যে কোনও মেল থেকে আপনার মেল ব্যবহার করতে পারবেন।
৪) জি-মেলে চালু করা হল টিএলএস এনক্রিপশন অ্যালার্ট। এর মাধ্যমে আপনি আপনার মেল বক্সের কোনটা ইনকামিং মেল আর কোনটা আউটগোইং মেল তা চিহ্নিত করতে পারবেন।
৫) আমাদের চারপাশের সমাজটা ক্রমশ প্রতারকে ভরে যাচ্ছে। এই প্রতারনা থেকে ব্যবহারকারীদের বাঁচানোর ব্যবস্থা নিয়েছে জি-মেল। এবার আনঅথিন্টিকেটেড মেল এলেই সেটাকে চিহ্নত করে দেবে জি-মেল।