নিজস্ব প্রতিবেদন : যে চেনা এটিএম থেকে আপনি টাকা তোলেন, আমূল বদলাতে চলেছে সেই এটিএম-এর গঠন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে ভারতে আসতে চলেছে আরও উন্নত এটিএম। সেই এটিএম-এ একইসঙ্গে অনেকগুলি কাজ করা সম্ভব হবে। হায়দরাবাদে নতুন গবেষণা কেন্দ্রের উদ্বোধন করে এমনটাই জানিয়েছে মার্কিন হার্ডওয়্যার-সফটওয়্যার সংস্থা এনসিআর কর্পোরেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী থাকবে সেই নয়া এটিএম-এ?
- নয়া এটিএম-এ থাকবে ফেস স্ক্যানার
- থাকবে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের ব্যবস্থা
- নয়া এটিএম-এর মাধ্যমে টাকা লেনদেন করা যাবে
- টাকা তোলার পাশাপাশি নগদ ও চেক জমাও দেওয়া যাবে নয়া এটিএম-এ
- সবচেয়ে বড় কথা, নয়া এটিএম-এগ্রাহকের জমা দেওয়া টাকাই এটিএম থেকে তুলতে পারবেন অন্য গ্রাহক। ফলে, মেশিনে টাকার যোগান থাকবে দীর্ঘক্ষণ

 
প্রাথমিকভাবে এই 'মাল্টিফাংশনিং' এটিএমগুলি মেট্রো শহরগুলিতেই বসানো হবে। বর্তমানে যে এটিএম মেশিনগুলি কাজ করছে, সেগুলি ৮ থেকে ১০ বছর আগে বসানো হয়েছিল। ২০১৬-র নভেম্বরে নোটবাতিলের পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসায়, চলতি এটিএমগুলির কিছু গঠনবৈশিষ্ট্য পাল্টানো হয়েছিল।


আরও পড়ুন, কন্ডোমের আড়ালে হেরোইন! বমাল গ্রেফতার পাচারকারী