নিজস্ব প্রতিবেদন: গ্রুপ প্রাইভেসি আরও বাড়াতে এ বার নতুন ভার্সান নিয়ে হাজির হল WhatsApp। আর এই আপডেট করিয়ে নেওয়ার পর আপনি না চাইলে আর কোনও WhatsApp গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না আপনাকে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত iOS বা iPhone ব্যবহারকারীদের জন্যই WhatsApp-এর নতুন আপডেট এসে পৌঁছেছে। App Store-এ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে WhatsApp-এর নতুন ভার্সান V2.19.110। এই নতুন ভার্সানে WhatsApp আপডেট করিয়ে নেওয়ার পরই চ্যাট ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে ‘সাপোর্ট পেজ’ চালু করা হচ্ছে যা ব্যাকআপ নেওয়ার সময় কোনও সমস্যা হলে সমাধানের পথ বাতলে দেবে।


আরও পড়ুন: ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, লেজার অটোফোকাস! বিক্রি শুরু হল Moto G8 Plus


WhatsApp-এর নতুন এই ভার্সানে মিউট করা চ্যাটে নোটিফিকেশনের উপদ্রব থেকে নিস্তার পাবেন। অর্থাৎ, কোনও গ্রুপ মিউট করা থাকলে সেই গ্রুপের কোনও রকম নোটিফিকেশন পাবেন না iOS বা iPhone ব্যবহারকারীরা। নতুন সেটিংসে কোন গ্রুপের কোন সদস্য বা আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কোন ব্যক্তি আপনাকে নতুন গ্রুপে অ্যাড করতে পারবেন তা ঠিক করতে পারবেন আপনি নিজেই।